আক্কেল দাঁত কী?
আক্কেল দাঁত হচ্ছে আমাদের দাঁতের পাটির একদম শেষ দাঁতটি, যেটা সব থেকে চওড়া, এবং সব থেকে শক্ত। এটা মূলত আমাদের কৈশোরের শেষ দিকে বা যৌবনের শুরুর দিকে গজায়। কারও কারও ক্ষেত্রে এটা অর্ধেক বেরিয়ে আর বেরোয় না, এবং মাড়িতে আটকে থেকে প্রচণ্ড ব্যথা দেয়। আর এর কারণে মাড়িতে ইনফেকশন হয়, দাঁতে পোকা লেগে যায় এবং একাধিক মুখের সমস্যা হয়। তাই আক্কেল দাঁত পুরো মা উঠলে, ব্যথা দিলে সেটা সবসময় তুলে ফেলা উচিত বলেই দাঁতের ডাক্তাররা মনে করেন।